প্রতিষ্ঠানের ইতিহাস
প্রতিষ্ঠানের ইতিহাস
01-01-1999 খ্রি "মেধা আপনার সন্তানের,বিকাশের দ্বায়িত্ব আমাদের ।"এই শ্লোগানের মাধ্যমে
"অক্সফোর্ড একাডেমী ,শিবালয়,মানিকগব্জ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জনাব হাফিজুর রহমান খান হিরু মিয়া' সাহেব ও তার সহধর্মিনী জনাব আলেয়া রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং এলাকার কতিপয় শিক্ষানুরাগীদের অনুপ্রেরণায় কৃষ্ণপুর নিবাসী প্রয়াত জনাব বাহাদুর মল্লিকের বাড়ীর ভাড়া বাসায় কেজি স্কুল হিসেবে একাডেমিক কার্যক্রম শুরু হয়।
২০০১ সালে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক অনুমতি লাভ করে। ২০০৫ সালে নিম্ন-মাধ্যমিক অস্থায়ী স্বীকৃতি লাভ করে। ২০১২ সালে মাধ্যমিকের স্বীকৃতি এবং ২০২৩ সালে উচ্চ মাধ্যমিকের স্বীকৃতি লাভ করে।
২০০৬ সালে প্রতিষ্ঠানটি ভাড়া ক্যাম্পাস ছেড়ে ১ একর ৪৫ শতাংশ নিজস্ব ভূমিতে দ্বি-তল ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটি নিম্ন-মাধ্যমিক এম পি ও ভূক্ত হয়। ২০১৩ সালে উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের অনুমতি লাভ করে। ২০১৯ সালে মাধ্যমিক বিদ্যালয়ের এম পিও ভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্টানটিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী পড়াশুনা করছেন।
জনাব মোঃ আব্দুল মতিন খান এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের পদে অধিষ্টিত আছেন।
কালের আবর্তে বিদ্যালয়টির ভৌতিক অবকাঠামো উন্নত হতে উন্নত হতে থাকে। ২০২২ খ্রি অত্যাধুনিক এবং মানসম্মত কম্পিউটার ল্যাব স্থাপনসহ বিদ্যালয়টি একটি আদর্শ উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সু-প্রতিষ্ঠিত । বিদ্যালয়টির ১ টি দ্বিতল এবং ২ টি সু-বিশাল
৪ তল বিশিষ্ট ভবনে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠার তারিখঃ ০১-০১-১৯৯৯খ্রি।
বিদ্যালয়টি ২০০৭ সনে মাধ্যমিক বিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা মন্ডলী
নিম্নোক্ত ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়-
ক) জনাব হাফিজুর রহমান খান হিরু মিয়া
খ) জনাব আলেয়া রহমান
গ) জনাব ফজর উদ্দিন
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষকগণের অগ্রণী ভূমিকা রয়েছে।
৩। প্রতিষ্ঠান পরিচিতি ঃ প্রতিষ্ঠানটি মানিকগঞ্জ জেলার, শিবালয় উপজেলার, তেওতা ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের ঢাকা-
আরিচা মহা-সড়কের ডাক্তার খানার উত্তর-পাশে অবস্থিত।
৪। দাতা সদস্যদের তালিকা ঃ
ক) জনাব আলেয়া রহমান (আজীবন দাতা)
খ) জনাব মোবারক হোসেন (আজীবন দাতা)
প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সম্মৃদ্ধি ও সাফল্য কামনা করি।